কুলাউড়ায় ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া

১৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

কুলাউড়ায় ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের  শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

কুলাউড়ায় ইয়ানা এডুকেশন ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি ঝাকজমক পূর্নভাবে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে পৌর এলাকার রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত বর্ষপূর্তি উদযাপন ও মাসিক শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনা ও ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া সরকারী কলেজের প্রভাষক সিপার আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশিদ চোধুরী, পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী সোহেল, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোতিস চন্দ্র চন্দ, অভিবাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার ডলি, সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, সাংবাদিক এইচ ডি রুবেল নাজমুল বারী সোহেল, ফাউন্ডেশনের সহকারী পরিচালক সামছু উদ্দিন বাবু, ইকবাল হোসেন সুমন, সাইদুল ইসলাম, ফাহিম ইকবাল চৌধুরী, আবিদ আনাম, আজহার মুনিম শাফিন, জুনেদ আহমদ চৌধুরী, মাহবুবুল আলম সাওন, মাজেদ আহমদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাইদুল ইসলাম ও মরিয়ম আক্তার কৃতিত্বের সাথে এস এস সি পরিক্ষায় উত্তীর্ন হও্য়ায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এতে ইউনিট লিডার জয়নাল আবেদিন আকাশের নেতৃত্বে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের একটি দল সহায়তা করে।

ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম মামুন বলেন,২০২১ সালের ১০রা ফেব্রুয়ারী ইয়ানা এডুকেশন ফাউন্ডেশন গঠন হওয়ার পর থেকে শিক্ষাঙ্গন থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ কল্পে শিক্ষাবৃত্তির আওতায় উপজেলার ১৪টি স্কুল কলেজের ৪১ জন শিক্ষার্থীকে ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আহমদ ইমনের অর্থায়নে শ্রেনী ভিত্তিক সহায়তা প্রদান করা হচ্ছে। চলতি বছরে প্রায় দেড় লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। ধীরে ধীরে বৃত্তি সহায়তা আর বৃহৎ পরিসরে করা হবে।

পত্রিকা একাত্তর/মো: রেজাউল ইসলাম শাফি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news