পাখির নিরাপদ আবাসনের জন্য কুবি অভয়ারণ্যের ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

পাখির নিরাপদ আবাসনের জন্য কুবি অভয়ারণ্যের ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাখিদের নিরাপদ আবাসনের জন্য গাছে পাখির জন্য কলসি স্থাপন করেছে। এছাড়া তারা গাছের পরিচিতের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছে পরিচিতি ফলক লাগিয়েছে।

মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে সংগঠনের অন্যান্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে বিকাল চারটায় এ কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের অংশ হিসেবে বৈশাখী চত্বরের বিভিন্ন গাছে পরিচিতি ফলক লাগানো হয়। এছাড়া পাখিদের বসবাসের জন্য মাটির কলস বসানো হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দিন, প্রভাষক শারমিন রেজোয়ানা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আলী আহসান, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহাবুব রহমান মানিক, সিএসই বিভাগের প্রভাষক নয়ন বণিক সহ সংগঠনের আরো অনেকে।

এ কার্যক্রমের ব্যাপারে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ বাশার বলেন, এই আইডিয়াটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে নতুন। দীর্ঘদিন ধরেই প্লান ছিল এরকম কিছু করার। কিন্তু করোনার কারনে সম্ভব হচ্ছিল না। অবশেষে আমরা সকলে মিলে ক্যাম্পাসের পাখিদের জন্য কিছু করতে পারলাম। সামনের দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকেই কাজ করে যাচ্ছে। ৩ সেপ্টেম্বর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।

পত্রিকা একাত্তর/ইমরান হোসাইন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news