ডোমারে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৪ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অমর একুশে ফেব্রুয়ারী ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস’ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নীলশতদল খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখি, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুম প্রমুখ।

প্রস্তুতিমূলক সভায় গত কিছুদিন আগে করোনা আক্রান্ত হওয়া ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে, দেশ ও জাতির মঙ্গল কামনা সহ ইউএনও’র আশু রোগ মুক্তি কামনা করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news