নড়াইলে মাদক মামলায় মহিলা মাদক কারবারীর আমৃত্যু কারাদন্ড

নড়াইল জেলা প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নড়াইলে মাদক মামলায় মহিলা মাদক কারবারীর আমৃত্যু কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় মহিলা মাদক কারবারী অহিদা বেগম টিয়া (৪০)কে আমৃত্যূ কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ( ১৪ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি যশোরের কোতয়ালী থানার শংকরপুর গ্রামের শরিফুল ইসলাম খানের স্ত্রী অহিদা বেগম টিয়া আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই পলাতক আসামী সহ চার জনকে খালাস প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ১৩ অক্টোবর নড়াইল সদরের যশোর নড়াইল সড়কের সিতারামপুরস্থ কবীর খানের মৎস খামারের উত্তর পাশে যানবাহন তল্লাসী কালে যশোর দিক থেকে আগত একটি ঢাকা মেট্রো খ-১১-৬২৫৫ সাদা রংয়ের প্রাইভেট কারে চালক সহ চার জন যাত্রীকে আটক করা হয়।

এ সময় অহিদা বেগম টিয়ার পরিহিত স্যালোয়ারের সামনে বিশেষ কায়দায় একটি সচ্ছ পলিথিনের মধ্যে মোড়ানো ১০০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় পাচ জনকে আসামী করে মামলা হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news