ডোমারে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১৩ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

করোনা কালীন মহামারীর কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি বা সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। নীলফামারীর ডোমার উপজেলার ১০টি কলেজের ফলাফল অনুযায়ী জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন এবং গড় পাশের হার ৯১.০৬ শতাংশ।

রবিবার (১৩ই ফেব্রুয়ারী) বেলা ১২টায় দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এইচএসসি–২০২১ পরীক্ষার ফলাফল। এবার ডোমার উপজেলার মোট ১ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ১ হাজার ২৫৩ জন এবং অকৃতকার্য হয়েছে ১২৩ জন।

এবার উপজেলায় শীর্ষস্থানে অবস্থান করে অভাবনীয় সাফল্য দেখিয়েছে মিরজাগঞ্জ মহাবিদ্যালয়। এখান থেকে ১৭৮ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১৭১ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২১ জন ও গড় পাশের হার ৯৬.০৭ শতাংশ।

এছাড়া ডোমার মহিলা ডিগ্রী কলেজ থেকে ৩৩৬ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৩২৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ডোমার সরকারী কলেজ থেকে ২৮৯ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২৫৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। চিলাহাটি সরকারী কলেজ থেকে ১৮৩ জন অংশগ্রহণ করে ১৭০ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। গোমনাতি কলেজ থেকে ১৫৭ জন অংশগ্রহণ করে ১৩৩ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

এছাড়া উপজেলার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ ও গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে ডোমার উপজেলা আদর্শ কলেজের শিক্ষার্থীরা। এখানে ১১ জন অংশগ্রহণ করে ১১ জনই পাশ করে, তবে কেউ জিপিএ-৫ প্রাপ্ত হন নি।

উল্লেখ্য, গত ২০২১ সালের ২রা ডিসেম্বর থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি বা সমমান পরীক্ষা শুরু হয়। চলমান করোনা মহামারীর কারণে এপ্রিলে শুরু না হয়ে প্রায় ৮ মাস পর ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news