হাতীবান্ধায় ভাই ভাই জমি সংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

হাতীবান্ধায় ভাই ভাই জমি সংক্রান্ত বিরোধে থানায়  অভিযোগ
জমি বিরোধের জেরে গৃহবধূর উপর হামলা | পত্রিকা একাত্তর

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে আদুরী বেগম(৩০) নামে এক সিজার করা গৃহবধূর পেটে লাথি দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর ভাই ও ছেলেদের বিরুদ্ধে। আহত ওই গৃহবধূকে শনিবার (১২ ফেব্রয়ারি) দুপুরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে রেফার করা হয়েছে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার(১০ ফেব্রয়ারি) রাতে ওই গৃহবধূর ভাসুর রিপন বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে ১০ ফেব্রয়ারি সকালে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ও বাদী রিপনের বড় ভাই শাহজান আলী(৫৫) ও শাহজানের ছেলে কোয়েল (২৩),সোহেল (২৫),বিপ্লব(৩০), রায়হানসহ(২৮), কআরও চারজন। আহত গৃহবধূ বাদী রিপনের ছোট ভাই জাহাঙ্গীরের(৩৪) স্ত্রী আদুরী বেগম।

জানা গেছে, অভিযুক্ত শাহজান বাদী রিপনের আপন বড় ভাই। তাদের মাঝে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলেছে। এরই মধ্যে গত ১০ ফেব্রয়ারি সকালে শাহজাহান ও তার ছেলেরা রিপনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রিপন ও তার স্ত্রী শানুকে মারধর শুরু করে। তাদের আত্মচিতকার শুনে ছুটে যান রিপনের ছোট ভাই জাহাঙ্গীরের স্ত্রী আদুরী বেগম। আদুরী বেগম তাদের সামনে গিয়ে রিপন ও তার স্ত্রীকে মারধরে বাধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহানের ছেলে কোয়েল,সোহেল,বিপ্লব, রায়হানসহ আদুরীর পেটে এলোপাতারি লাথি মারে। এতে করে সদ্য সিজার হওয়া আদুরী অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আদুরীকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আহত আদুরী বেগম হাসপাতালের বেডে শুয়ে ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছে। আর আদুরীর কোলে শুয়ে আছে দুই মাস ১৫ দিনের ফুটফুটে শিশু সন্তান।

এ সময় কথা হয় আদুরীর স্বামী জাহাঙ্গীরের সাথে। তিনি বলেন, আমি কাজের জন্য ভোরে বাড়ি থেকে বাইরে আসি। পরে সকাল সাড়ে আটটায় খবর পেয়ে বাড়িতে ছুটে যাই। গিয়ে দেখি আমার স্ত্রী মাটিতে পরে আছে। এ সময় স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে যাই। আমার স্ত্রী দু মাস ১৫ দিন আগে সিজারে সন্তান প্রসব করে। সেলাই করা সেই পেটে আমার বড় ভাইয়ের ছেলেরা এলোপাতারি লাথি মারে। আমার বড় ভাই শাহজাহান ও রিপনের জমি নিয়ে ঝগড়া। সেখানে আমার স্ত্রী বাধা দিলে তারা এমন অবস্থা করে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহানের সাথে কথা হলে তিনি বলেন, আমি বা আমার ছেলেরা তাদেরকে বা আমার ছোট ভাইয়ের স্ত্রীকে কোন মারধর করিনি। উল্টো তারাই আমাদের মারধর করেছে। ওরা অভিযোগ করেছে তা মিথ্যা।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল বলেন, আদুরী বেগমকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কিছুটা ভালো আছে। তবে ভিতরে কোন সমস্যা হয়েছে কিনা সেটা পরিক্ষা নিরিক্ষা করার পর বোঝা যাবে। তাই তার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

পত্রিকা একাত্তর/লুৎফর রহমান

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news