ডোমারে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের ২য় ডোজের টিকাদান কার্যক্রম শুরু

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ডোমারে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের ২য় ডোজের টিকাদান কার্যক্রম শুরু

নীলফামারীর ডোমার উপজেলার ১২–১৭ বছর বয়সী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফাইজারের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রমের শুরু করা হয়েছে।

শনিবার (১২ই ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে দুপুর ৩টা অব্ধি ডোমার উপজেলা শিল্পকলা একাডেমিতে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র নির্দেশনায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের সহযোগিতায় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ফাইজার টিকার ২য় ডোজ প্রদান করা শুরু হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. আবুল আলা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-অর-রশিদ, মো. আব্দুল আজিজ, ‘উৎসর্গ’ স্বেচ্ছাসেবী সংগঠন মো. নুর আলম হক প্রমুখ।

উল্লেখ্য, আজ শনিবার প্রথমদিনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ডোমার বালিকা বিদ্যা নিকেতন, সোনারায় উচ্চ বিদ্যালয় ও মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মোট ১ হাজার ৪ শত ৫৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে ছাত্র ৭শত ৬৫ জন ও ছাত্রী ৬শত ৯৪ জন। এর আগে, উপজেলায় ফাইজারের ১ম ডোজের টিকা গ্রহণ করেন প্রায় ১৭ হাজারের অধিক শিক্ষার্থী।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news