বোরহানউদ্দিনে চুরি হয়ে যাওয়া অটোবাইকের মালিকের পাশে দাড়ালেন এমপি মুকুল

ভোলা জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

বোরহানউদ্দিনে চুরি হয়ে যাওয়া অটোবাইকের মালিকের পাশে দাড়ালেন এমপি মুকুল

অটোবাইক রাস্তার পাশে রেখে নামাজ পড়তে মসজিদে গেলে এরই মধ্যে চুরি হয়ে যায় অটোবাইকটি। মোঃ মাহাবুব , বাড়ি বোরহানউদ্দিন উপজেলার ৯ নং বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। বিগত ১৫ দিন আগে তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোবাইকটি রাস্তার পাশে রেখে মসজিদে নামাজ আদায় করে। নামাজের সময় রাস্তার পাশ থেকে তার অটোবাইকটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর গাড়িটির কোন হদিস মেলেনি।

উপার্জনের একমাত্র অবলম্বনটি হারিয়ে দিশেহারা , ব্যাকুল হয়ে পড়ে মাহাবুব। বিষয়টি বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান ও মার্কাজ মসজিদের খতিব মাওঃ জালাল সাহেব অবহিত হলে তাহারা উভয় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপিকে দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি তখন ঢাকায়। এরই মধ্যে মাহাবুব ৮০ হাজার টাকা জোগাড় করেন পুনরায় আরেকটি গাড়ি নেওয়ার জন্য। নতুন গাড়ি কিনতে টাকা প্রয়োজন ১ লক্ষ ৮০ হাজার টাকা। বাকি ১ লক্ষ টাকা দিয়ে এমপি আলহাজ্ব আলী আজম মুকুল আজ ১২ই ফেধ্রুয়ারী রোজ শনিবার তার জীবিকার জন্য তাকে নতুন আরেকটি অটোবাইক কিনে দেন।

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন বাজার মসজিদের খতিব মাওঃ মিজানুর রহমান ও মার্কাস মসজিদের খতিব মাওঃ মোঃ জালাল আহমেদ।

পত্রিকা একাত্তর/নিয়াজ মাহমুদ জয়

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news