গুরুদাসপুরে নিখোঁজ ৫ম শ্রেণীর শিশু ইমন

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

১০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

গুরুদাসপুরে নিখোঁজ ৫ম শ্রেণীর শিশু ইমন

নাটোর জেলার গুরুদাসপুর থানার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী (বাস্তুতুলা মোড়) গ্রামের মোঃ ইমন নামে ১১ বছর বয়েসি একজন ছেলে হারিয়ে গেছে।

পরিবার সূ্ত্রে জানা যায়, হারিয়ে যাওয়ার সময় সে একটি বেগুনী রংয়ের জ্যাকেট পরে বের হয়েছে। তার হাতে সে সময় বইও ছিল।

শ্যামলা গায়ের রংয়ের ছেলেটিকে আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার পর থেকে পাওয়া যাচ্ছে না। তার পিতার নাম- আব্দুল মান্নান এবং দাদার নাম-মোঃ মকবুল হোসেন।

ছেলেটি হারিয়ে যাওয়ায় তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে এবং কান্নার রোল পড়েছে। নিখোঁজ হওয়ায় সকল আত্মীয় স্বজনের কাছে সংবাদ পৌঁছানো হয়েছে বলেও পরিবার সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিখোঁজ সন্তানের জন্য তারা গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পরিবার জানায়, তাদের ছেলে ইমন একজন শিক্ষকের কাছে সকালে প্রাইভেট পড়তে যায়। সকাল ৯ টার সময় এ উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। যথাসময়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন অনেক খোঁজা-খুজি করে, না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

তাদের মতে, কোন অজ্ঞাত ব্যক্তি কোন অজানা কারণে তার ছেলেকে অজ্ঞাত স্থানে রেখেছে। তারা খুব দ্রুত তাদের ছেলেকে কাছে পেতে চান।

ইমন অত্র ইউনিয়নের শিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইমনের প্রাইভেট শিক্ষকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, তিনি অভিযোগ মারফত জেনেছেন এবং শিশুটিকে উদ্ধারের বিষয়ে তদন্ত শুরু করেছেন।

নিখোঁজ কলিজার টুকরা সন্তানের একটু খোঁজ পাওয়ার প্রত্যাশায় পাড়াপ্রতিবেশিসহ সংবাদ মাধ্যমেরও স্বরণাপন্ন হন তারা।

পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ আরেফিন​​​​​​​​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news