জামিনে মুক্ত হলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন!

স্টাফ রিপোর্টার, গোমস্তাপুর

১০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

জামিনে মুক্ত হলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন!
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, কাউন্সিলর ও কর্মচারীদের জামিনে মুক্তি দিয়েছে আদালত। গত ০৭ ফেব্রুয়ারি সোমবার জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকেসহ ২৫ জনকে জেল হাজতে প্রেরন করেন। তাঁদের মুক্তির দাবিতে গত সোমবার হতে রহনপুর পৌর এলাকায় বিক্ষোভ মিছিল, পোস্টার ও লিফলেট বিতরন করে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার সকালে আদালত মেয়রসহ ২৬ জনকে জামিনে মুক্তি দেন। মুক্ত হওয়ার পর উৎসুক জনতা তাঁকে জেল হাজত থেকে মোটর-বাইক শোভাযাত্রায় এলাকা নিয়ে আসেন। রাতে মেয়রসহ অপর সঙ্গীরা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর মেয়র জনতার উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, উপজেলার রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার মৃত আনােয়ারুল ইসলামের স্ত্রী নাজমা বেগম জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ এনে গত বছর চাঁপাইনবাবগঞ্জ আদালত মামলা দায়ের করে। গত ০৭ ফেব্রুয়ারি সোমবার সকালে আদালতে জামিন আবেদন করলে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর আমলী আদালতের বিচারক হুমায়ন কবির রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, কাউন্সিলর শফিকুল ইসলাম, সাদিক আলীসহ ২৬ জনের জামিন আবেদন করলেন জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।

পত্রিকা একাত্তর / ইয়াহিয়া খান রুবেল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news