প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হলেন ডোমারের মো. হাসিবুল আলম

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হলেন ডোমারের মো. হাসিবুল আলম
সচিব মো. হাসিবুল আলম

নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান গোলাম মো. হাসিবুল আলম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুধবার (৯ই ফেব্রুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ–সচিব এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার নিয়োগের তথ্যটি জানানো হয়। গত রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল অবসরে গেলে পদটি শূন্য হয়।

এর আগে, গোলাম মো. হাসিবুল আলম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০২০ সালের ২৫ অক্টোবর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান। ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া এই কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছিলেন।

গোলাম মো. হাসিবুল আলম ১৯৬৪ সালে নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটিতে জন্মগ্রহণ করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে তিনি নিয়োগ পাওয়ায় এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। সকলেই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা সহ শুভেচ্ছা জানিয়েছেন।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news