হরিণচড়া ইউপির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

হরিণচড়া ইউপির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক ও দোয়া মাহফিল

নীলফামারীর ডোমার উপজেলার ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অভিষেক, মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারী) উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশের জাতীক পতাকা উত্তোলনের পরই অভিষেক ও মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন—১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. তরিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের সদস্য মো. আজিজুল হক, ৩নং ওয়ার্ডের সদস্য মাহবুব আলম, ৪নং ওয়ার্ডের সদস্য আনারুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সদস্য মো. লুৎফর রহমান, ৬নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল করিম, ৮নং ওয়ার্ডের সদস্য নরেশ চন্দ্র রায়, ৯নং ওয়ার্ডের সদস্য বন মালী, ১নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রতিমা রাণী, ২নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. নুর জাহান, ৩নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য রেণুকা রাণী রায় প্রমুখ।

এর আগে, গর্ভধারিণী মা’কে সাথে নিয়ে ফিতা কেটে পরিষদে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন চেয়ারম্যান মো. রাসেল রানা। এমনকি চেয়ারম্যানের আসনেও বসান তার মা কে। মো. রাসেল রানা’র মা সকল সদস্য ও ইউনিয়নবাসীকে তার সন্তানের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল ৯ই ফেব্রুয়ারী (বুধবার) ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে এবং সদস্যবৃন্দ ডোমার উপজেলা পরিষদে শপথ গ্রহণ করেন। এই ইউনিয়নে গত ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হয় নির্বাচন। যেখানে গত কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যানকে পরাজিত করে ক্ষমতা গ্রহণ করেন মো. রাসেল রানা।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news