শপথ নিলেন ডোমারের ১০ ইউপি চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

১০ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

শপথ নিলেন ডোমারের ১০ ইউপি চেয়ারম্যান

নীলফামারীর ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ই ফেব্রুয়ারী) সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউপি নির্বাচনে বিজয়ী ডোমারের ১০ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান—নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন—নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক আব্দুর রহিম, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন প্রমূখ।

ডোমারের ১০ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন—১নং ভোগডাবুরী ইউনিয়নে মো. রেয়াজুল ইসলাম কালু, ২নং কেতকীবাড়ি ইউনিয়নে মো. রশিদুল ইসলাম রোমান, ৩নং গোমনাতি ইউনিয়নে আহম্মেদ ফয়সাল শুভ, ৪নং জোড়াবাড়ি ইউনিয়নে মো. সাখাওয়াত হাবিব বাবু, ৫নং বামুনিয়া ইউনিয়নে মো. মোমিনুর রহমান, ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মো. আব্দুল হাকিম ভুট্টু, ৭নং বোড়াগাড়ি ইউনিয়নে মো. আমিনুল ইসলাম রিমুন, ৮নং ডোমার সদর ইউনিয়নে মো. মাসুম আহম্মেদ, ৯নং সোনারায় ইউনিয়নে গোলাম ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়া ইউনিয়নে মো. রাসেল রানা।

উল্লেখ্য, গত ৫ই জানুয়ারী ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আগামী পাঁচ বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করলেন চেয়ারম্যানরা। এছাড়া ১০ ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে ৯০ জন সাধারণ সদস্য ও ৩০ জন সংরক্ষিত মহিলা সদস্য ডোমার উপজেলা পরিষদে শপথ গ্রহণ করেন। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত ৩ জন এবং বাকি ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

পত্রিকা একাত্তর/ রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news