কোম্পানীগঞ্জে সপ্তম ধাপের নির্বাচনে ইউপি চেয়ারম্যান হলেন যারা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

কোম্পানীগঞ্জে সপ্তম ধাপের নির্বাচনে ইউপি চেয়ারম্যান হলেন যারা

নোয়াখালী, কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৮টি ইউনিয়নে যারা যারা নির্বাচিত হয়েছে।

নির্বাচনে, ১নং সিরাজপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীকের নাজিম উদ্দিন মিকন ৬০৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের মোঃ আবুল হাসেম ৫৪৪৮ পান।

২নং চরহাজারী ইউনিয়নে আনারস প্রতীকের মহি উদ্দিন সোহাগ ৬৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের মাওলানা শাহজাহান ৪৪০০ ভোট পেয়ে দ্বিতীয় হন।

৩নং চরপার্বতী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের কাজী মোহাম্মদ হানিফ ৫৪২০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের মোজাম্মেল হোসেন কামরুল পেয়েছেন ৪২১৬ ভোট।

৪নং চরকাঁকড়া ইউনিয়নে চশমা প্রতীকের মোঃ হানিফ সবুজ ৫৩৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের সফি উল্যাহ ৪০২৫ ভোট পান।

৫নং চরফকিরা ইউনিয়নে আনারস প্রতীকের জায়দল হক কচি ৭২১১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের জামাল উদ্দিন লিটন পেয়েছেন ৩০৮০ ভোট।

৬নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন ৫৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের ইকবাল বাহার চৌধুরী ৪৯৪৮ ভোট পান।

৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী ৬৯২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকর নজরুল ইসলাম চৌধুরী ৬০৮৫ ভোট পেয়েছেন।

৮নং এলাহী ইউনয়নে আনারস প্রতীকের আব্দুর রাজ্জাক ৬১২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের আব্দুল মালেক ৫০৬২ ভোট পান।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণের কার্যালয় থেকে ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফলে এসব তথ্য জানা যায়।

পত্রিকা একাত্তর/আবু সাঈদ শাকিল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news