ছোট মহেশখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিয়ানুল ইসলাম মঈন জয় 

উপজেলা প্রতিনিধি, মহেশখালী

৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ছোট মহেশখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিয়ানুল ইসলাম মঈন জয় 

মহেশখালী উপজেলার ৯নং ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রিয়ানুল ইসলাম মঈন।

এই ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী হয়েছেন ৪র্থ।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ৭ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। কোথাও কোন আধিপত্য ও প্রভাব বিস্তার, বিশৃঙ্খলা, মারামারি কিংবা ভোট কেড়ে নেয়ার মত কোন ঘটনা ঘটেনি। এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটার, চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।

৩৯৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রিয়ানুল ইসলাম মঈন। তার প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সিরাজুল মোস্তফা বাঁশি পেয়েছেন ৩৩৪১ ভোট।অপরদিকে ৩১৪৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আবদুস সামাদ। ১১৬৮ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল করিম এবং ১১৬৩ ভোট পেয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বর্তমান ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলী।

ইউপি সংরক্ষিত মহিলা আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ড নির্বাচিত হয়েছেন লুৎফুন্নেছা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বুলবুল আক্তার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে নুর জাহান বেগম।১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ ফরিদুল আলম, ২নং ওয়ার্ডে মকতুল হোসেন, ৩নং ওয়ার্ডে মুফিজুল হক খোকন, ৪নং ওয়ার্ডে রাহামত আলম।

৫নং ওয়ার্ডে মাওলানা ছৈয়দুল করিম, ৬নং ওয়ার্ডে আবুল হোছন,৭নং ওয়ার্ডে মোহাম্মদ সেলিম, ৮নং ওয়ার্ডে নুরুল আলম এবং ৯নং ওয়ার্ডে সুজন কান্তি দে। ঐ ইউনিয়নে মোট ভোটার ছিল ১৭৫৬৭ জন।

ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ জন ম্যাজিস্ট্রেট সহ র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছেন।

পত্রিকা একাত্তর/ শফিউল আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news