নিম্নমানের সেবা ও মালিক পক্ষের দ্বন্দের জেড়ে তালাবদ্ধ ক্লিনিক

উপজেলা প্রতিনিধি, আমতলী

৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নিম্নমানের সেবা ও মালিক পক্ষের দ্বন্দের জেড়ে তালাবদ্ধ ক্লিনিক

কমিটি নিয়ে মালিকপক্ষের ভিতর দ্বন্দ এবং নিন্মমানের সেবার অভিযোগে 'সময় মেডিকেয়ার এন্ড হসপিস' নামে একটি বেসরকারী ক্লিনিক তালাবদ্ধ করে দেয়া হয়। মালিক পক্ষের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। ক্লিনিকটি তালাবদ্ধর পর তার চাবি আমতলী পৌর মেয়রে নিকট বুঝিয়ে দিয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে থাকা ঐ ক্লিনিকটিতে নিম্নমানের স্বাস্থ্য সেবা দেয়া নিয়ে অভিযোগ প্রতিষ্ঠার পর থেকেই। এছাড়াও এই ক্লিনিকের পরিচালনা পরিষদ নিয়ে চেয়ারম্যান, পরিচালক এবং শেয়ার হোল্ডারদের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ চলে আসছে। তারই জের ধরে সোমবার দুপুরে মালিক পরিষদের দুই পক্ষই ক্লিনিকের ভিতরে অবস্থান নেয়।

এক পর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটে। খবর শুনে আমতলীর পৌর মেয়র ক্লিনিকে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি উভয় পক্ষের দ্বন্দের মীমাংসা না হওয়া পর্যন্ত সবার সম্মতিক্রমে ক্লিনিকটি বন্ধ করে দেওয়ার সিদান্ত নেন। যথা কারণে ক্লিনিকে থাকা সকল কর্মকর্তা কর্মচারীদের বের করে দেওয়া হয় এবং ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, ক্লিনিকটিতে দীর্ঘদিন ধরে কমিটি নিয়ে দ্বন্ধ চলছিল। তাছাড়া নিম্মমানের স্বাস্থ্য সেবা দেওয়ার অভিযোগও ছিল। তাই উভয়পক্ষ এক হয়ে ক্লিনিকটি তালাবদ্ধ করে আমার নিকট চাবি বুঝিয়ে দিয়েছে।

পত্রিকা একাত্তর/ আবু সালেহ মুসা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news