সপ্তম ধাপে চলছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্বাচন

সুনামগন্জ জেলা প্রতিনিধি

৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

সপ্তম ধাপে চলছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্বাচন

৭ম ধাপে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।

তাহিরপুর উপজেলার বেশ কয়েকটি ভোটার কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখেছি এখন পর্যান্ত কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলার ৭টি ইউপির ৭১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১০০ জন ও সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২৯৩ জন। নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছেন চারজন রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ৭১ জন ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ৮১০ জন। প্রত্যেকটি কেন্দ্রে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৪২ হাজার ৫৮৬জন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ১২৭ জন ও নারী ৭০ হাজার ৪৫৯ জন।

তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক জানান, প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত সবকটি ভোট কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পত্রিকা একাত্তর/ শাহীন মিয়া

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news