খাকদোন নদী ও ভারানী খাল বাঁচাও শিরোনামে পরিবেশ কর্মীদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৭ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

খাকদোন নদী ও ভারানী খাল বাঁচাও শিরোনামে পরিবেশ কর্মীদের প্রতিবাদ

বরগুনার ভাড়ানী খাল সঠিক ভাবে খননের দাবিতে "খাকদোন নদী ও ভারানী খাল বাঁচাও" শিরোনামে রোববার বিকাল ৫টায় ভাড়ানী খালের পাড়ে সমবেত হয়েছিল পরিবেশ কর্মীরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আয়োজনে পরিবেশ কর্মীরা দাঁড়িয়ে প্রতিবাদ করেন এবং সঠিকভাবে খাল খননের দাবী জানান।

এ সময় উপস্থিত হন বরগুনা পাবলিক পলিসি ফোরামের সভাপতি হাসানুর ঝন্টু, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা বরগুনা শাখা সাধারণ সম্পাদক মুশফিক আরিফ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরগুনা জেলা সমন্বয়ক মিজানুর রহমান, পরিবেশ কর্মী আরিফুর রহমান, তানভির আহমেদ লিমন, আনোয়ার সাগর প্রমুখ।

এর আগে পরিবেশ আন্দোলন সহ নাগরিক আন্দোলনের মুখে খাকদোন নদীর প্রধান শাখা ভারানী খাল অবৈধ দখল উচ্ছেদ করে জেলা প্রশাসন। এরপর খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু কিছু কিছু জায়গায় সঠিক ভাবে খনন কাজে অনিয়ম দেখা দেওয়ায় পরিবেশ কর্মীরা প্রতিবাদ জানায়। এছাড়াও এলজিইডি কর্তৃক ভাড়ানী খালের মধ্যে অর্ধেক জুড়ে অপরিকল্পিত ভাবে নির্মিত ঘাটলা অপসারণেরও দাবি জানায় পরিবেশকর্মীরা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরগুনা জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও অভিনেতা মুশফিক আরিফ বলেন,

ভবিষ্যৎ বরগুনার অস্তিত্ব টিকিয়ে রাখতে খাকদোন নদী ও ভারানী খাল বাঁচানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই খাকদোন নদী দখল মুক্ত করা এবং ভাড়ানী খালের সৌন্দর্য বৃদ্ধি সহ নদীতে যত্রতত্র ময়লা আর্বজনা ফেলা বন্ধেরও দাবি জানাই।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমান পটুয়াখালীর তত্বাবোধয়ক প্রকৌশলী মোঃ কাইছার আলম উপস্থিত হয়ে সঠিকভাবে খাল খনন সহ পরিবেশ কর্মীদের দাবি পূরণে খাকদোন নদী ভাড়ানী খালের অস্তিত্ব ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেন।

পত্রিকা একাত্তর/ মোঃ মনিরুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news