নির্যাতনের প্রতিবাদে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা

৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নির্যাতনের প্রতিবাদে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দীর্ঘ দিন ধরে ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক বালি ভরাট করে প্লটিং করার প্রতিবাদ করায় গত শনি বার বটিয়াঘাটার হাটবাটী গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খানের নির্দেশে তার লোকজন রাহাত আলী শেখকে বেদম পিটিয়ে পা ভেঙ্গে দেওয়া ও নিখিল গাইন এর বাড়ির তারকাটা দিয়ে ঘিরে দেওয়ার প্রতিবাদে গত কাল শুক্রবার ৪ঠা ফেব্রুয়ারি বেলা ১২টায় বটিয়াঘাটা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে রাহাত আলী জানান, ১৯৬৮ সাল থেকে বটিয়াঘাটা ইউনিয়নের হাটবাটী মৌজার ৪৪ বিঘা জমির মধ্য ২ একর জমি সে ভোগ দখল করে আসছে। উক্ত জমিতে সম্প্রতি খুলনার বাগমারা এলাকার ফরমান আলীর পুত্র হাফিজ, জলমা ইউনিয়নের তেতুল তলা গ্রামের সুলতান হাওলাদার ও আব্দুর সাত্তার এর পুত্র সোলেমান হাটবাটী গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খানের সহায়তায় বালি ভরাট করে প্লাটিং করার চেষ্টা করছে। উক্ত জমিতে ইরি ক্ষেত, গাছপালা নষ্ট করে বালি ভরাটে বাধা দেওয়ায় তাকে ও তার দুই মেয়েকে লাঠি দিয়ে বেদম ভাবে মারপিট সহ তার ডান পা ভেঙ্গে দুই ভাগ করে দেয়। এব্যাপারে তিনি থানাকে অবহিত করেছেন এবং খুমেক হাসপাতাল থেকে পায়ে ব্যান্ডেজ করেছেন।

অপর দিকে ঐ জমিতে বিলিন্ডং করে বসবাসকারী নিখিল গাইন জানান, তিনিও বালি ভরাটে বাধা দেওয়ায় উক্ত দুবৃত্তরা তার বাড়ির চারপাশ দিয়ে কাটাতারের বেড়া দিয়ে তাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না।

এছাড়া তিনি বাড়ি থেকে বের হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয় ভিতি প্রদর্শন করছে। এ ব্যাপারে রাহাত আলী ও নিখিল গাইন জেলা পুলিশ সুপার,বটিয়াঘাটা উপজেলার নিবার্হী কর্মকর্তা, বটিয়াঘাটা থানার ওসি,সহ জেলা প্রশাসকের আশু হস্থক্ষেপ কামনা করছেন।

পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news