সেন্টমার্টিনে পাঁচ দিনের ব্যবধানে ২ মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলা প্রতিনিধি

৫ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

সেন্টমার্টিনে পাঁচ দিনের ব্যবধানে ২ মরদেহ উদ্ধার

দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ সেন্টমার্টিনে পাঁচ দিনের ব্যবধানে ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগর পাড়ের পাথরের উপরে আরেকটি অজ্ঞাত পুরুষের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়।পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে সেন্টমার্টিন ফাঁড়িতে নিয়ে আসে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সানাউল ইসলামের নেতৃত্বে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে টেকনাফ থানায় নিয়ে আসা পর ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ পর্যন্ত দুই মৃতদের পরিচয় সনাক্ত করা সম্ভব যায়নি।

এ বিষয়ে সেন্টমার্টিনদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সানাউল ইসলাম যায়যায়দিন কে জানান, অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ ফাঁড়ীতে রাখার পর আজ সকালের দিকে টেকনাফ থানায় প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে ২৯ জানুয়ারী আরও একটি মস্তকবিহীন গলিত মৃতদেহ সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে উদ্ধার করা হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে মৃতদেহ গুলো মিয়ানমারের নাগরিক হতে পারে।

পত্রিকা একাত্তর/ মোস্তাক আহমদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news