নেত্রকোণায় ত্রিমোহনী বদ্ধভূমি নির্মাণের স্থান পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৪ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নেত্রকোণায় ত্রিমোহনী বদ্ধভূমি নির্মাণের স্থান পরিদর্শন

নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলার সীমান্তবর্তী স্থানে ত্রিমোহনী বদ্ধভূমি নির্মাণের স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নেত্রকোনা জনাব কাজি মোঃ আবদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি; নেত্রকোনা, সদর ও পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বৃন্দ, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক বলেন, যাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে, ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে এবং সঠিক ইতিহাস জানতে পারে তারই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে প্রস্তাবিত সবকয়টি বদ্ধভূমি নির্মাণ করা হবে।

পত্রিকা একাত্তর/ মোঃ খোকন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news