ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মোরেলগঞ্জের ১নং তেলিগাতি ইউনিয়ন পরিষদের কাজ

উপজেলা প্রতিনিধি, মোরেলগঞ্জ

৩ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মোরেলগঞ্জের ১নং তেলিগাতি ইউনিয়ন পরিষদের কাজ
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১নং তেলিগাতি ইউনিয়ন পরিষদ ভবনটি অনেক দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা তা জানা সত্ত্বেও ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজকর্ম অনায়াসে চলছে এই ভবনে বসেই। জীবনের ঝুঁকি নিয়েই পরিষদ প্যানেলের সদস্যরা করছেন অফিসিয়াল সকল কাজকর্ম।

এছাড়াও উক্ত ইউনিয়নের জনগণ জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রয়োজনীয় কাজকর্মগুলো এখানে বসেই সমাধান করছেন ।জীবনের সংশয় নিয়ে প্রয়োজনের তাগিদে এই ঝুঁকিপূর্ণ ভবনে আসতে হচ্ছে বলে জানান উক্ত ইউনিয়নের বাসিন্দারা ।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আর্থিক সহয়তা গ্রহণের সময় ছাদের কেলাস্টার ধসে পড়ে একজন আহত হয়েছেন।তাছাড়া দিন দুয়েক আগেও উক্ত ইউনিয়ন চেয়ারম্যান এর কক্ষে কেলাস্টার ধসে পড়ার ঘটনা ঘটে। সে সময় অল্পের জন্য বেঁচে যান বলে জানান ইউনিয়ন পরিষদ চেযয়ারম্যান মোরশেদা আক্তার। তিনি আরও বলেন এ দুর্ঘটনা হওয়ার পর থেকে ইউপি সদস্যরা সহ ইউনিয়নের জনগণ ভবনে ঢুকতে চাচ্ছেনা ।

এদিকে তেলিগাতী ইউনিয়নের মোঃ আবুবকর ও ফেরদাউস গাজি জন্ম সনদ নিতে এসে জানান, আমরা পরিষদের ভবনের ভিতর ঢুকলে মাথার উপর কেলাস্টার ধসে পড়তে পারে এবং যে কোন সময়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য আমরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদা আক্তার কে বলেছি যে এখানে কার্যক্রম না চালিয়ে অন্য কোথাও কার্যক্রম চালাতে। তাহলে আমরা কিছুটা হলেও নিরাপদে সেবা নিতে পারবো।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোসাঃ মোরশেদা আক্তার গণমাধ্যম কর্মিদের বলেন, আমিও দেখতেছি যে পরিষদের নির্মান কাঠামোর অবস্থাটা খুবই মারাত্মক যে কোন সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। এর ভিতর কেলাস্টার ধসে পড়ার দুটি ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি। কিন্তু এভাবে ঝুঁকিপূর্ণ ভবনে পরিষদ কার্যক্রম চালানো সম্ভব হচ্ছেনা। অতি সত্ত্বর নির্মান কাজ না করালে জনগন সহ সকলের সেবা কার্যক্রম মারাত্বক ব্যাহত হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন উক্ত বিষয়টি আমরা মোড়েলগঞ্জ উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি, উপজেলার প্রকৌশল মোঃ আসলাম বলেছেন, ঐ ইউনিয়নের পরিষদ ভবনের অনুমোদন হয়েছে। খু্ব তারাতারি এর নির্মাণ কাজ শুরু করা যেতে পারে।

এদিকে সতর্কতার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন,নতুন করে পরিষদ না হওয়া পর্যন্ত নিকটবর্তী একটি ভুমি অফিসে সাময়িক ভাবে কাজ চালিয়ে যেতে ।

পত্রিকা একাত্তর/ মোঃ নাজমুল

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news