হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগন্জ জেলা প্রতিনিধি

২ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে নয়নের হত্যাকারীদের ফাঁসি চেয়ে আজ বুধবার দুপুরে বড় পাড়া গ্রামে থেকে মিছিল এসে আলফাত স্কয়ারে তার এলাকাবাসী, সহপাঠী ও শিক্ষকগণ মানববন্ধন করেন।

মোহাম্মদ সাইফুল ইসলাম নয়ন (২৫) তাকে গত ৩০ তারিখে মেজর ইকবাল রোড পুরাতন বাসস্ট্যান্ডে কাশেম হোটেলের পাশে পৌর শহরের কিং এন্টারপ্রাইজে সিরামিকের দোকানে ম্যানেজ হিসেবে কর্মকর্তা ছিল। বড় পাড়া গ্রামের কাউসার আলমের ছেলে নয়ন। ৪২০ টা পাওনানিয়ে ছুরির আঘাতে হত্যা করা হয় তাকে। হত্যাকারীরা হলেন জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের গ্রামের মো. নুরুল হোসাইনের দুই ছেলে রেজুয়ান মিয়াভ(২৫) ও তার আপন সহোদর রোহান মিয়াকে (২৪) শহরের হাছন নগর এলাকা থেকে আটক করেছে পুলিশ। মানববন্ধনে বক্তারা নয়নের হত্যাকারীদের ফাঁসি দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নয়নের শিক্ষা প্রতিষ্ঠান এইচ, এম, পি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাস তিনি বলেন নয়ন ২০১৫ সালে মাধ্যমিক ও ২০১৭ সালে বিএম শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে, সে খোব শাতশি মেজাজের ছেলে ছিল। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

সিনিয়র শিক্ষাক অমিত রায় বক্তব্য রাখেন তিনি বলেন,শুনতেছি হত্যাকারীদের হাত অনেক লম্বা। তবে আমরা মনে করি আইনের চেয়ে বেশি বড় নয়, আইনের প্রতি আমাদের আস্ত আছে হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

নয়নের বাবা কাউসার আলম তিনি বলেন, হত্যাকারীদের ফাঁসি ও এই হত্যার সাথে যারা জরিত সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায়। কাঁদতে কাঁদতে তিনি আরো বলেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দিলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।

পত্রিকা একাত্তর/শাহীন মিয়া

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news