অবৈধভাবে নদীর বালু উত্তোলন করে বিক্রি, প্রশাসন নিরব

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

অবৈধভাবে নদীর বালু উত্তোলন করে বিক্রি, প্রশাসন নিরব

দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর পলিপাড়া ঘাটে প্রতি দিন ভোর রাতে অবৈধভাবে মেসি দিয়ে বালু উত্তলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে ৬ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদ্য পরাজিত চেয়ারম্যান ও তার ছোট ভাই।

এছাড়াও তারা চকপলিপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শশান থেকে বালু চুরি করে উত্তলন করেও নিয়ে যাচ্ছে। দেখা গেছে বিগত সময়ে চেয়ারম্যান থাকা কালে তৎকালিন চেয়ারম্যান ও তার ছোট ভাই আইন ও প্রশাসন কে তোয়াক্কা না করে চেয়ারম্যানি ক্ষমতার দাপটে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তলন করে বিক্রি করেছে। সচেতন মানুষ কেউ বাধা নিষেধ করলে অপমানিত হতে হয়েছে।

বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হবার পর আগের মত দাপট দেখাতে না পেরে এখন অবৈধভাবে চুরি করে বালু উত্তলন করে বিক্রি করছে তারা। কখনো পলিপাড়াঘাটে কখনো চক পলিপাড়ার নাপিতপাড়া শশানে আবার কখনো হড়হড়িয়া পাড়ার উত্তর পাশে লালমাটি ঘাট হতে অবৈধভাবে বালু উত্তলন করে বিক্রি করছে তারা। যানাগেছে ইতিপূর্বে ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার বিশেষ অভিযান চালিয়ে দু একবার তাদের মেসি উপজেলা সদরে ধরেনিয়ে গিয়ে জরিমানা করে ছেড়ে দিয়েছিল। কিন্তু ফিরে এসে আবারও তারা চুপিচুপি অবৈধভাবে বালু উত্তলন করে বিক্রি করছে।

এদিকে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর ঘাটের নদী হতে বহুদিন যাবত অবৈধভাবে বালু উত্তলন করছে একটি মহল। যার কারনে নদীর দুই পাড়ের ভাঙ্গন শুরু হয়েছে এবং নদীর পাড়ের বিভিন্ন প্রকার গাছপালা উপড়ে যাচ্ছে।

তাছাড়া সর্বক্ষণ বালু বোঝাই গাড়ি চলার কারনে শ্রীপুর হতে বিরামপুর গামী জনবহুল রাস্তাটি নস্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আবার শ্রীপুর ব্রীজ হতে মাদিলা হাট গামি পাকা রাস্তাটিতে সর্বক্ষণ মেসী চলার কারনে বিভিন্ন প্রকার দুর্ঘনা ঘটছে এবং এই জনবহুল রাস্তাটিও নস্ট হওয়ার উপক্রম ও ঝুকিরমুখে পড়েছে। এ বিষয়ে প্রশাসন কে অবহিত করার পরও কোন প্রকার পদক্ষেপ গ্রহন করা হয়নি এখন পর্যন্ত।

পত্রিকা একাত্তর/ মোঃ জাহাঙ্গীর আলম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news