সেন্টমার্টিনের পরিবেশ, জীববৈচিত্র‍্য রক্ষা এবং ইকোট্যুরিজম উন্নয়নে মতবিনিময় সভা

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

৩০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

সেন্টমার্টিনের পরিবেশ, জীববৈচিত্র‍্য রক্ষা এবং ইকোট্যুরিজম উন্নয়নে মতবিনিময় সভা

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা এবং ইকোটুর‍্যিজম উন্নয়নে কর্মপ্রণয়নের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মামুন রশিদ'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্হিত ছিলেন কক্সবাজার-০১ আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-০২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, চেম্বার অফ কমার্সের সভাপতি জনাব আবু মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, জাহাজ মালিক সমিতির প্রতিনিধি, টোয়াক এর প্রতিনিধি, সেন্টমার্টিন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট মালিক সমিতির প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও এনজিওর কর্মকর্তাবৃন্দ।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিগত ২০ জানুয়ারি, ২০২২ এ অনু্ষ্ঠিত বিশেষ সভায় সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার কল্পে যে খসড়া সুপারিশমালা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা বাস্তবায়নের জন্য নির্দেশনা ঠিক করা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার মধ্যে ছিল স্থানীয় জনসাধারণের জীবনযাত্রা ও সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে দ্বীপে নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখা, আধুনিক ও সুসমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত স্যুয়ারেজ সিস্টেম, শব্দ ও বায়ুদূষণ রোধ, দেশী নৌকায় পর্যটক পরিবহন নিষিদ্ধকরণ, দ্বীপের চতুর্দিকে কেয়া বেষ্টনী নির্মাণ, ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে জোনিং, স্থানীয় জনসাধারণের জন্য পরিবেশ উপযোগী ঘরের নকশা প্রণয়ন।

পত্রিকা একাত্তর/ এফ.করিম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news