গুরুদাসপুরকে ইভটিজিং ও মাদকমুক্ত রাখতে হবে

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর

৩০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

গুরুদাসপুরকে ইভটিজিং ও মাদকমুক্ত রাখতে হবে

করোনাকালীন তৃতীয় প্রবাহে গুরুদাসপুর উপজেলাকে মাদক ও ইভিটিজিংমুক্ত রাখতে হবে। এজন্য আমাদেরকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে রবিবার সকাল ১১টায় মাসিক আইনশৃংখলা বিষয়ে ভার্চুয়াল সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বক্তব্যে কথাগুলি বলেন। উপজেলা চেয়ারম্যান উপজেলার আইনশৃনখলার প্রতি সন্তষ্ট প্রকাশ করে বলেন,করোনাকালিন এই সময়ে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।কিন্তু আমরা স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে সফলকাম হচ্ছিনা।

মাসিক আইনশৃনখলা সভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার লিপি, এসিল্যান্ড আবু রাসেল,ওসি আব্দুল মতিন,চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ প্রমুখ।

ভার্চুয়াল সভায় বক্তারা বলেন, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা চরমভাবে মোবাইল আসক্ত হয়ে পরছে।এ থেকে মুক্তি পেতে হলে অভিভাবক এবং শিশুদের সচেতনতা বাড়াতে হবে। এজন্য শিক্ষকদেরকে উদ্যোগী হতে হবে। নির্বাচন পরবর্তী ধারাবারিষার সহিংস ঘটনার সংবাদ মিডিয়াতে তেমন গুরুত্ব না পাওয়ায় সাংবাদিকদের প্রতি অসন্তোষ প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান ধারাবারিষার সহিংসতার প্রকৃত ঘটনা তুলে ধরে মিডিয়াতে দায়িত্বশীলভাবে প্রচারের অনুরোধ জানান।

এ ব্যাপারে ওসি আব্দুল মতিন বলেন, আইনশৃনখলা বাহিনী দ্রুত ব্যাবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন,প্রত্যেক মানুষের নিজস্ব জাজমেন্ট কাজে লাগতে হবে।আইন করে আইনশৃংখলা রক্ষা করা যাবেনা। সামাজিক সচেতনতা বাড়াতে হবে। ইউএনও আরো বলেন, সন্তানরা বাবা মাকে ভরনপোষন দিচ্ছেনা বলে বহু অভিযোগ আসছে। বাবা মাকে ভরনপোষনের ব্যাপারে সন্তানকে বাধ্য করতে রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছ। এব্যাপারে আমরা সচেতনতামুলক কাজ করবো।

পত্রিকা একাত্তর/ মোঃ সোহাগ আরেফিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news