বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৩০ জানুয়ারী, ২০২২, ২ years আগে

বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এর মাঝে শীতবস্ত্র বিতরণ

“প্রজন্ম থেকে প্রজন্ম– বেঁচে থাকুক মুক্তিযুদ্ধের চেতনা”—এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের স্বতন্ত্র সংগঠন ‘বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ’ এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯শে জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় রাজধানীর মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খালেদুজ্জামান (ফারছিম) ও বীর মুক্তিযোদ্ধার নাতি ডা. হাসনাত আনোয়ার মুন।

বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খালেদুজ্জামান (ফারছিম) জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

বীর মুক্তিযোদ্ধার নাতি ডাক্তার হাসনাত আনোয়ার মুন বলেন, একটি সুশিক্ষিত, সুসভ্য এবং উন্নত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন আমাদের লক্ষ্য। যেসব মানুষ দারিদ্র্যতা ও বেকারত্বের সাথে লড়াই করছে তাদের সাহায্য করার জন্যই বীর মুক্তিযোদ্ধার নাতিরা কাজ করে যাবে।

পত্রিকা একাত্তর/ আজমির রহমান রিশাদ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news