দৌলতপুরে সরকারি রাস্তার গাছ কর্তন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারী, ২০২২, ২ years আগে

দৌলতপুরে সরকারি রাস্তার গাছ কর্তন

দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পলিপাড়া থেকে চায়নামোড় গামী রাস্তায় সরকারি গাছ একটি চক্র দীর্ঘদিন যাবত রাতের আধারে বড় বড় গাছ চুরিকরে কেটে বিক্রি করছে।

সর্বশেষ গত ১৯/০১/২০২২ ইং তারিখ দিবাগত রাতে বিশাল বড় বড় তিনটি আকাশমনি গাছ কেটে নিয়ে যায়। স্থানীয় জনগণ ধারনা করছেন গাছ তিনটির আনুমানিক মুল্য ৪০/৪৫ হাজার টাকা। অত্র ইউনিয়নের জয়নগর এলাকার এক ব্যক্তি নাম মোঃ মকছেদ আলী পিতা মৃত মফিরউদ্দিন,যানান গত ২০/০১/২০২২ ইং তারিখে ফুলবাড়ি উপজেলা শহরের একটি কাঠ কোম্পানিতে পলিপাড়া গ্রামের দুটি লোক ট্রলিতে করে আকাশমনি গাছের বড় বড় গোলাই বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলে তারা এপর্যায় স্বীকার করেন যে এই গাছ পলিপাড়া রাস্তা হতে গোপনে কেটে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে।

পরে জানা যায় ফুলবাড়ি শহরের অবকাস সিনেমা হলের সামনে একটি স-মিলে চুরিকরা গাছের গোলাই গুলো বিক্রি করেন। এই ব্যক্তি যানান গাচ চুরির এই সংবদ্ধ চক্রের মধ্যে পলিপাড়া গ্রামের মোঃ বাবু মিয়া (৪৫)পিং মৃত সানারউদ্দিন মোঃ জুয়েল (৩৮) পিং মৃত শাহাবুল হোসেন মোঃ আবু সুফিয়ান (৪০) পিং মৃত আবু জাফর মোঃ হুদ্দু মিয়া (৩৫) পিং মোঃআফতার আলী উভয় সাং পলিপাড়া সহ ইউনিয়নের অন্য গ্রামের আরো কয়েক জন আছে।

এ বিষয়ে ফুলবাড়ি উপজেলা বরেন্দ্র কতৃপক্ষের সহকারী প্রকৌশলীর সঙ্গে তার মুঠোফোনে কথা বললে তিনি যানান এ বিষয়ে আমাদের নিকট কোন অভিযোগ নেই আপনাদের নিকট হতে অবহিত হলাম, আমরা এখন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব। গত ২৫ তারিখে ফুলবাড়ি উপজেলার বরেন্দ্র কতৃপক্ষের সহকারী প্রকৌশলী সরেজমিনে তদন্ত করেন, তদন্তে গাছ চুরি ও গাছ চোর প্রমান হয় স্থানীয় লোকজনের প্রমান সাপেক্ষে কিন্তু আজ পর্যন্ত চোরের বিরুদ্ধে কোনোপ্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি। এভাবে যদি সরকারি গাছ চোর ছাড় পেয়ে যায় তবে তারা ভবিষ্যতে আরো সাহস পেয়ে যাবে।

পত্রিকা একাত্তর/মোঃ জাহাঙ্গীর আলম।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news