মৃদু শৈত্যপ্রবাহে জুবুথুবু ডোমারের জনজীবন

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

২৮ জানুয়ারী, ২০২২, ২ years আগে

মৃদু শৈত্যপ্রবাহে জুবুথুবু ডোমারের জনজীবন

নীলফামারীর ডোমারে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। রোদ থাকলেও কনকনে শীতে জুবুথুবু খেয়ে যাচ্ছে ডোমারের নিম্ন আয়ের মানুষেরা।

শুক্রবার (২৮শে জানুয়ারী) পার্শ্ববর্তী উপজেলা ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে চলতি শীতে গোটা জেলার প্রত্যেক উপজেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়।

এদিকে তাপমাত্রা কমায় কনকনে শীত ও হিমেল হাওয়া থাকলেও আকাশে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। এতে বেশি দূর্ভোগে রয়েছেন অসহায়, দরিদ্র আর ছিন্নমূল মানুষ। হিমেল হাওয়া আর শীত উপেক্ষা করে বিভিন্ন স্তরের শ্রমিক, মাঠে কাজ করা কৃষক কাজে যেতে পারছেন না।

ডোমারের অটোভ্যান চালক আব্দুর রহমান জানান, এই শীতে ভ্যান চালাতে প্রচুর সমস্যা হচ্ছে। বাতাস আর শীতে যাত্রী পাওয়া যাচ্ছে না। বাজারঘাট তাড়াতাড়ি বন্ধ হওয়ায় আয়-উপার্জন খুবই কম। মোটা জ্যাকেট/সোয়েটার, লেপ-কম্বলে কোনোভাবেই শীত আটকানো যাচ্ছে না।

অন্যদিকে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতে বৃদ্ধ ও শিশু রোগীর সংখ্যা বাড়ছে। হাঁপানি, নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news