তালা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

২৮ জানুয়ারী, ২০২২, ২ years আগে

তালা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জেঠুয়া গ্রামে, তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক(১৫) এক শিক্ষার্থী। সে কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার জানান- "দুই দিন ব্যাপী(২৬-২৭ জানুয়ারি ২০২২) বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক কর্মশালা শেষ করার পরদিনই অংশগ্রহণকারীদের তাদের মধ্যে, একজন দিলেন বাল্যবিয়ের তথ্য। আমি তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে কনের বাড়িতে পাঠিয়েছি মহিলা বিষয়ক অফিস তালার জালালপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুল এবং অন্যান্য সদস্যদের এবং জানতে পারি আজ শুক্রবার (২৮ জানুয়ারি) কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছে এবং বর হলেন একই এলাকার আসমত ফকিরের ছেলে মিঠুন ফকিরের সঙ্গে বিয়ে হচ্ছে। তবে এর আগে মিঠুনের অন্য একটি বিয়ে হয়েছিলো। তাদেরকে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। এবং মুচলেকা দিয়েছেন।

এছাড়া এই বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার সর্বক্ষণ মনিটরিং করে সহযোগিতা করেছেন।"রবিবার উপজেলা নির্বাহী অফিসার মহোদ্বয়ের কার্যালয়ে উভয় পক্ষকে হাজির করার নির্দেশনা পাওয়া গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জালালপুর কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুল হোসেন এবং ক্লাব সদস্য স্বপ্ন ঘোষ প্রমুখ।

পত্রিকা একাত্তর/ মিলন গোলদার

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news