সড়ক দূর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

উপজেলা প্রতিনিধি, বাগেরহাট সদর

২ আগস্ট, ২০২২, ১ year আগে

সড়ক দূর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যালয়ে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় চতুর্থ শ্রেণির এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বৈলতলী নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

এসময় অপর এক শিশু শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। নিহত শিক্ষার্থী মরিয়ম (৯) বৈলতলী গ্রামের রেজাউল করিমের মেয়ে, আহত তাজমিরা (১০) একই এলাকার সরোয়ার হোসেনের মেয়ে।

তারা স্থানীয় বৈলতলী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাসিমা খাতুন জানান, দুপুর ১২টার দিকে মরিয়ম ও তাজমিরা স্কুলে আসার জন্য মহাসড়ক পার হচ্ছিল।

এসময় খুলনাগামী মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মরিয়ম মারা যায়, এবং তাজরীন আহত হয়। আহত তাজরীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসান বলেন, ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /আবু তালেব

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news