মাছ ধরতে গিয়ে পদ্মার পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২ জুলাই, ২০২২, ১ year আগে

মাছ ধরতে গিয়ে পদ্মার পানিতে ডুবে যুবকের মৃত্যু

মাছ ধরতে গিয়ে পদ্মা নদীতে ডুবে খোকন হোসেন গাজী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১লা জুলাই) সকাল ৯ টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। খোকন হোসেন গাজী রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া চরের মৃত নওশাদ গাজীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে খোকন হোসেন গাজী তার দুই বন্ধু সাইফুল ইসলাম ও মিলন হোসেনকে সাথে নিয়ে আতারপাড়ার চরের পূর্ব দিকে পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। নৌকা থেকে জাল ফেলতে গিয়ে নদীতে পড়ে যায় খোকন।

এ সময় তার দুই বন্ধু অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করতে না পেরে ফির এসে খোকনের পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজনও নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনার দুইদিন পর শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাইটা এলাকা থেকে খোকনের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সাইফুল ইসলাম ও মিলন হোসেন বলেন, খোকন নৌকা থেকে জাল ফেলছিল। হঠাৎ সে নৌকা থেকে পড়ে যায়। দেখতে দেখতে নদীর স্রোতে তলদেশে চলে যায়। আমরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি। উপায় না পেয়ে বাড়িতে এসে তার পরিবারসহ লোকজন এসে চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি।

তার স্ত্রী ও ৬ বছর এবং ৪ বছর বয়সী দুটি কণ্যা সন্তান রয়েছে। এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার বলেন, খোকনের লাশ উদ্ধারের পর জুম্মার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

পত্রিকাএকাত্তর /রবিউল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news