হরিপুরে গৃহহীনদের ঘর নির্মাণ কাজের ৮৭ টি বাড়ীর কাজ চলমান

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

স্টাফ রিপোর্টার | ঠাকুরগাঁও

২৭ জানুয়ারী, ২০২২, ২ years আগে

হরিপুরে গৃহহীনদের ঘর নির্মাণ কাজের ৮৭ টি বাড়ীর কাজ চলমান

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই অগ্রগতি কে সামনে রেখে মুজিববর্ষের মধ্যে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিতে হরিপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে ‘ক’ শ্রণি অর্থাৎ ভূমিহীন ও গহহীন ৮৭টি পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বাধন করা হয়েছে।

গত মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের আয়াজনে উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন এর কাদরপাড় ভপলাপুকুর পাড়ে ঘর নির্মাণ কাজের উদ্বােধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান পাভেল তালুকদার, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমএসএ করিম, হরিপুর প্রসক্লাবর সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা ও সাঃ সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ।

জামুন কুমারপাড় দলুয়াপুকুর পাড় বাড়ী পাওয়া কলন, সুকুমার সহ অনেক বলেন গত বছরের ঘরের চাইতে এখন যে ঘরগুলি বানানা হচ্ছে তা আগেরগুলার চাইতে গুনমান সবদিক দিয়ে ভালো। আমরা এত খুশি বিনামূল্যে জমি ও বাড়ী পেয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট চিরকৃতজ্ঞ ও তাকে ধন্যবাদ জানাই।

উপজেলা ত্রাণ শাখা ও প্রকল্প সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলন, তৃতীয় পর্যায়ে হরিপুর উপজেলায় ১৭০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা সম্পূর্ণ করা হয়েছে। এর মধ্যে বাড়ীর কাজের উদ্বােধন করা হয়েছে এবং একযােগে ৮৭টি পরিবারর পুনর্বাসনের জন্য কার্যক্রম চলছে। তৃতীয় পর্যায়েও ‘ক’ শ্রণি ভূমিহীন ও গহহীন পরিবারকে ২ শতাংশ জমি প্রদান করে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রতিটি আধা-পাঁকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। বাড়ীগুলিতে রানাঘর সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পসসহ অন্যান্য সুবিধা থাকবে।

পত্রিকা একাত্তর/ জসিম উদ্দিন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news