ডোমারে করোনাভাইরাস প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৩০ জুলাই, ২০২২, ১ year আগে

ডোমারে করোনাভাইরাস প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

করোনা ভাইরাসের টিকা নিই, করোনা মুক্ত সমাজ গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আজ।

বৃহস্পতিবার (২৮শে জুলাই) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায়, গ্লোবাল এফেয়ার্স কানাডার আর্থিক সহায়তা এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, ল্যাম্ব হাসপাতাল কর্তৃক বাস্তবায়িত স্কোর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রাউফুর রহমান বসুনিয়া (রাসেল), বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে প্ল্যান বাংলাদেশ এর কমিউনিকেশন স্পেশালিষ্ট শাহিনা সুলতানা, স্কোর প্রজেক্টের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সঞ্চালনা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দিন। এর আগে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news