রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

২৯ আগস্ট, ২০২২, ১ year আগে

রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ৮ ব্যবসায়ীকে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৮ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ আগস্ট) রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকার বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযান পরিচালনাকালে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট, বদুর পাড়া রাস্তার মাথা ও রৌশনহাট এলাকায় সর্বমোট ৮ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সরকারী নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ সময় চন্দনাইশ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

বিদ্যুৎ অপচয়রোধে সরকারি নির্দেশনা প্রতিপালনে উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান অব্যাহত থাকবে।

পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news