উল্লাপাড়ার সড়াতৈল স্কুলে শেখ রাসেল দিবস পালিত


জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ প্রকাশের সময় : ১৮/১০/২০২২, ১০:৩৮ অপরাহ্ণ / ৮১
উল্লাপাড়ার সড়াতৈল স্কুলে শেখ রাসেল দিবস পালিত

“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরুন্ত প্রাণবন্ত নির্ভীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার উল্লাপাড়ার সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু কিশোরদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, আয়েশা সিদ্দিকা মমতাজ, শিক্ষার্থী মোছাঃ সুমাইয়া খাতুন প্রমুখ। পরে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পত্রিকা একাত্তর / শাহাদত হোসেন