স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক সাধারণ জখমী সনদপত্র প্রদানের অভিযোগ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

১২ জুন, ২০২২, ১ year আগে

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক সাধারণ জখমী সনদপত্র প্রদানের অভিযোগ

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল বোর্ড প্রভাবিত হয়ে মারাত্মক জখম এর পরিবর্তে সাধারণ জখম মর্মে জখমী সনদপত্র প্রদানে সিভিল সার্জন বরাবর অভিযোগ করেন কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের ভুক্তভোগী ওসমান, পিতা ইসমাইল সরদার।

গত ইং ১৯/০৪/২০২২তারিখে শ্যমনগর থানার মামলা নং হইতে ৩৮ উদ্ভুত জি, আর১৩৪/২২ ধারলো অস্ত্র দিয়ে গুরুতর ও মারাত্মক ভাবে কাটা, ফাটাও রক্তাক্ত জখম প্রাপ্ত হওয়ায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ দায়িত্ব প্রাপ্ত ডাক্তার গণের নিকট চিকিৎসা গ্রহণ করিবার পর-কর্তব্যরত ডাক্তারগণ গত ইং ১৭/০৫/২০২২ তারিখে সিভিল সার্জন বরাবর অভিযোগে উল্লেখিত ভিকটিমদের মধ্যে কয়েকজন ভিকটিমদের শরীরে মারাত্মক জখম থাকা স্বত্বেও প্রভাবিত হইয়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে সকল জখম সমূহ সাধারণ প্রকৃতির মর্মে অসত্য জখমী সনদ পত্র প্রদান করিয়াছে বলে জানান ভুক্তভোগী ওসমান।

যাহা আইন ও ন্যায় বিচারের পরিপন্থী এবং ক্ষমার অযোগ্য অপরাধ হইতেছে। অত্র বিষয় সংক্রান্তে ক্ষতিগ্রস্ত জখমীগণ প্রতিকার প্রার্থনা করিয়া গত ইং ০১/০৬/২০২২তারিখে সিভিল সার্জন সাতক্ষীরা বরাবর,তাহাদের পুনঃপরীক্ষা অন্তে জখমী সনদ পত্র প্রদান এর নিমিত্তে এক অভিযোগ দাখিল করেন। যাহার কারণে অপরাধীরা তাহাদের সৃষ্ট অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তির অন্তরালে রহিয়া যায়।

সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগে ভুক্তভোগীরা উল্লেখ করেন। এমন মারামারি ঝামেলা সংক্রান্ত বিষয়ে এলাকায় জনশ্রুতি রহিয়াছে যে,শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর মেডিকেল বোর্ড কর্তৃক প্রায়শঃই সম্পূর্ণ অবৈধ পন্থায় বিভিন্ন ধরনের ডাক্তারি শাস্ত্র বহিঃভূত জখমী সনদ পত্র সরাবরাহ বিক্রয় করিয়া আসিতেছে। ভুক্তভোগী ওসমান সহ আর ১০- ১২ জন জেলার সিভিল সার্জন সহ সাতক্ষীরা জেলা প্রশাসকের দৃষ্টিগোচর কামনা করেন।

পত্রিকা একাত্তর /আলফাত হোসেন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news