সুন্দরগঞ্জে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনি


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ১২/১০/২০২২, ৫:০৮ অপরাহ্ণ / ৯৩
সুন্দরগঞ্জে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫দিন ব্যাপি ১০৭ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উপজেলা স্কাউট শাখার আয়োজনে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প ফায়ারের মধ্যে সমাপনি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন উর রশিদের সভাপতিত্বে সমাপনি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। আর বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, কোর্স লিডার মোয়াক্ষের আলম সোনা, উপজেলা স্কাউট সম্পাদক শাহজাহান মিঞা, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, মীরগঞ্জ আদশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম রুহুল আমিন প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র সরকার, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৗশলী খোকন রানা, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুর রহমান প্রমূখ। পরে কোর্সে সাফলতা অর্জন করায় ৩৯ জন স্কাউটারকে সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। এর আগে দীক্ষা অনুষ্ঠানে কোস লিডারসহ প্রশিক্ষকগণ স্কাউটারগণকে ব্যাজ পড়িয়ে দেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পত্রিকা একাত্তর / হযরত বেল্লাল