নৌকার বিরোধিতা করায় ডোমার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, ডোমার

উপজেলা প্রতিনিধি, ডোমার

৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

নৌকার বিরোধিতা করায় ডোমার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা করায় ডোমার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা কে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ঠা জানুয়ারী) দুপুরে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, বিতর্কিত কর্মকাণ্ডে অংশগ্রহণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ডোমার পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আমিনুল ইসলাম রিমুন-এর পক্ষে হরহামেশাই প্রকাশ্যে নৌকার বিরোধিতা, প্রচার-প্রচারণা, বিতর্কিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন ডোমার পৌর ছাত্রলীগের সদ্য অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। তিনি সাংগঠনিক দায়িত্ব অবহেলা ও খামখেয়ালিপনায় নিয়েছিলেন। সাধারণ কর্মীদের সাথে তার অনেক দুরত্ব রয়েছে বলেও অভিযোগ একাংশের।

ডোমার পৌর ছাত্রলীগের ছাত্রনেতা আজমির রহমান রিশাদ পত্রিকা একাত্তরকে জানান, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী মো. মাসুদ রানা সাংগঠনিক ব্যবস্থার প্রাপ্য। কেননা, সে প্রকাশ্যে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীর বিরোধিতা এবং নৌকা মার্কার অমর্যাদা করেছেন। বিদ্রোহী প্রার্থীর পক্ষে গিয়ে সে ছাত্রলীগের নৈতিক আদর্শের স্খলন ঘটিয়েছেন। এমন সাধারণ সম্পাদক ডোমার পৌর ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীরা মেনে নিবে না। ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসুদ রানাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়ায় নীলফামারী জেলা ছাত্রলীগকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news