বঙ্গোপসাগর থেকে ভাসমান ১৭ জেলে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পাথরঘাটা

২০ আগস্ট, ২০২২, ১ year আগে

বঙ্গোপসাগর থেকে ভাসমান ১৭ জেলে উদ্ধার

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি হাওলাদার নামের একটি ট্রলার ডুবে যায়। কয়েক ঘণ্টা পর ভাসমান ১৭ জেলেকে অপর একটি ট্রলার উদ্ধার করে। শুক্রবার বিকেল ৮ টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরে গভীরে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া এফবি হাওলাদার ট্রলারের মালিকের নাম মো: সুজন। তার বাড়ি বরগুনার পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে, উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: দুলাল মাস্টার বলেন, গভীর সমুদ্রে মাছ ধরছিল ১৭ জেলে। সকাল ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে ওই ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা ১৭ জেলেকে ভাসমান অবস্থায় কয়েক ঘণ্টা পর উদ্ধার করে পাথরঘাটার আনছার খানের ট্রলারের মাঝি ইসমাইল হোসেনসহ জেলেরা।

তিনি আরো বলেন, উদ্ধার জেলেরা সুস্থ আছেন। তাদের নিয়ে দ্রুত ঘাটে রওয়ানা হয়েছেন। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত চারটি মাছ ধরা ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পত্রিকাএকাত্তর /তাওহিদুল ইসলাম

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news