ববিতে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা

ববি প্রতিনিধি

২২ আগস্ট, ২০২২, ১ year আগে

ববিতে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববিতে) জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট ২০২২ তারিখ বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন বঙ্গবন্ধু হত্যা একটি শারীরিক হত্যা নয় এটি ছিল একটি আর্দশিক হত্যা। ষড়যন্তকারীরা তার আর্দশকে হত্যা করতে পারেনি। উপাচার্য মহোদয় সকলকে বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে দেশ গঠন করা এবং সকল ষড়যন্ত্র বিষয় সজাগ থাকার আহবান জানান।

বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন ১৫ই আগস্ট ও ২১ এ আগস্ট একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর চেতনা নিয়ে দেশ ও জাতি গঠন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মুরশীদ আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শেরে বাংলা হলের প্রভোষ্ট আবু জাফর মিয়া, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর, পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, সহকারী রেজিস্ট্রার দিদার হোসেন খান, সহকারী লাইব্রেরিয়ান মধুসূদন হালদার, এসোসিয়েশনের সহ-সভাপতি জসিম উদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য রফিকুল ইসলাম সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মল্লিক।

অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাচানের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপূর্বে অফিসার্স এসোসিয়েশনের পক্ষথেকে ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়।

পত্রিকাএকাত্তর /আব্দুল্লাহ মামুন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news