ইবিতে 'আবৃত্তি আবৃত্তি'র উদ্যোগে শ্রাবণের শোকগাথা কবিতা পাঠ

ইসলামী বিশ্ববিদ্যালয়

১৬ আগস্ট, ২০২২, ১ year আগে

ইবিতে 'আবৃত্তি আবৃত্তি'র উদ্যোগে শ্রাবণের শোকগাথা কবিতা পাঠ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি'র উদ্যোগে আয়োজিত হয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান শ্রাবণের শোকগাথা।

মঙ্গলবার (১৬ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে বেলা সাড়ে ১১ টায় ইবিতে 'আবৃত্তি আবৃত্তি'র শ্রাবণের শোকগাথা কবিতা পাঠ শুরু হয়। বাংলা বিভাগের নিরব বিশ্বাস ও ফোকলোর স্টাডিস বিভাগের সামিহা খানের সঞ্চালনায় বঙ্গবন্ধুর স্মরণে সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল।

অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল বলেন, আমার মতে তার একেকটা বক্তব্যই একেকটা কবিতা, তার চিন্তাধারাগুলো একেকটা কবিতা। বঙ্গবন্ধ যা করত সব দেশকে ভালোবেসে তার আবেগ দিয়ে করেছে, সেজন্যই সে সবার কাছে ভালোবাসার মানুষ।

পত্রিকাএকাত্তর /সামী আল সাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news