নিখোঁজ ছোট ভাইয়ের সন্ধান চায় জবি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৫ আগস্ট, ২০২২, ১ year আগে

নিখোঁজ ছোট ভাইয়ের সন্ধান চায় জবি শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোঃ শাওন গাজীর ছোট ভাই নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানের দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। নিখোঁজ শিক্ষার্থী হল খিলগাও সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোঃ সোয়ান গাজী।

নিখোঁজ মোঃ সোয়ান গাজীর পরিবার গণমাধ্যমকে জানান, গত রবিবার (১৪ আগস্ট) নয়াটোলা হাতিরঝিল নিজস্ব বাসা থেকে ১২:৩০ ঘটিকায় বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার মুহূর্তে তার সঙ্গে ছিল একটি স্কুল ব্যাগ ও পরিধেয় বস্ত্র ছিল সাদা রঙের শার্ট ও কালো রঙ্গের প্যান্ট।

এদিকে নানা জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় গত ১৪ আগস্ট তার সন্ধান চেয়ে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার (জিডি নম্বর ৮২৩)। দীর্ঘ সময় পার হলেও সন্ধান মেলেনি সোয়ান গাজীর।

নিখোঁজ শিক্ষার্থী সোয়ান গাজীর বাবা মোঃ ইউসুফ আলী গাজী বলেন, ‘আমার ছেলে সোয়ানকে হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। আমার ছেলে খিলগাও সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নিখোঁজ ছেলের বর্ণনায় তিনি বলেন, নাম: মোঃ সোয়ান গাজী, বয়স:১৪, উচ্চতা: ৫'৪", গায়ের রং: শ্যামলা, মুখমণ্ডল: লম্বাটে, পরিধেয় বস্ত্র ছিল: সাদা শার্ট ও কালো রঙ্গের প্যান্ট।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বড় ভাই শাওন গাজী বলেন, আমার ছোট ভাই গত রবিবার (১৪ আগস্ট) দুপুর ১২:৩০ মিনিটের দিকে দোকানের কথা বলে বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হওয়ার পরেই তার স্কুলের বন্ধু ইমনের সাথে দেখা করে।

এরপর থেকেই সোয়ান ও ইমনের খোঁজ মিলছে না। সোয়ান ফোন বাসায় রেখে এসেছিল। তাই কোন ভাবেই আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পরেনি। ইতিমধ্যে আমার ভাইয়ের নিখোঁজ হওয়ার পরপরই হাতিরঝিল থানায় জিডি করা হয়। একদিন অতিবাহিত হওয়ার পরেও আমার ভাইয়ের কোন খোঁজ তারা দিতে পারেনি।

পত্রিকাএকাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news