ইবিতে ধর্মতত্ত্ব অনুষদ ও শারীরিক শিক্ষা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়

২৬ জুলাই, ২০২২, ২ years আগে

ইবিতে ধর্মতত্ত্ব অনুষদ ও শারীরিক শিক্ষা বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডি ইউনিট বা ধর্মতত্ত্ব অনুষদের ৩টি বিভাগ যথাক্রমে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, কলা অনুষদভুক্ত বিভাগ আরবি ভাষা ও সাহিত্য এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ আগস্ট থেকে ১৩ আগস্ট রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবে।

আবেদন করতে প্রাথমিকে ভাবে ডি ইউনিটের জন্য আবেদন ফি বাবদ ১২৫০ টাকা ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ১০০০ টাকা পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডি ইউনিট ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে যথাক্রমে ২৭ ও ২৮ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পত্রিকাএকাত্তর /সামী আল সাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news