ইবি ক্যাম্পাসে বাড়ছে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়

২৫ জুলাই, ২০২২, ১ year আগে

ইবি ক্যাম্পাসে বাড়ছে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্রজাতির সাপের দেখা মিলিছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে। এতে আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।

বিভিন্ন সূত্র জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল, টিএসসি, ফুটবল মাঠ, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, মফিজ লেক, বোটানিক্যাল গার্ডেন সহ বিভিন্ন স্থানে দেখা গেছে বিভিন্ন প্রকৃতির বিষধর সাপ।

সম্প্রতি শহীদ জিয়াউর রহমান হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন, ফুটবল মাঠ, সহ বিভিন্ন স্থানে সাপের দেখা পেয়ে সাপ মেরেছেন ইবির শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সাপের এমন অবাধ বিচরণে আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের সচেতন শিক্ষার্থীরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের নানা ঝোপ-ঝাড় নিয়মিত পরিষ্কার না করার কারণেই ক্যাম্পাসে বাড়ছে সাপের উপদ্রব। এতে হুমকির মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জীবন।

সাপের প্রতিষেধকের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মেডিকেলের চীফ মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় মেডিক্যালে সাপের প্রতিষেধক এন্টিজেনন আছে। এই প্রতিষেধক দিলে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকির সম্ভাবনা নেই।

ইবি শিক্ষার্থী তানভীর উল ইসলাম বলেন বর্তমানে ক্যাম্পাসে সাপের উপদ্রব বেড়েই চলেছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপদের ঘটে যেতে পারে। যথাযথ ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

পত্রিকাএকাত্তর /সামী আল সাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news