ইবিতে ঈদের বন্ধ শুরুর দুইদিন আগেই হল ত্যাগের নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়

২৬ জুন, ২০২২, ১ year আগে

ইবিতে ঈদের বন্ধ শুরুর দুইদিন আগেই হল ত্যাগের নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদ-উল-আযহা'র ছুটি আগামী ২ জুলাই হলেও আগামী ৩০ জুন সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছেন ইবি প্রশাসন।

রবিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২ জুলাই শনিবার থেকে ১৬ জুলাই শনিবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসমূহ বন্ধ থাকায় আগামী ৩০জুন বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্র ছাত্রীদের হল ত্যাগ করার জন্য বলা হলো এবং আগামী ১৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় হল সমূহ খুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, পবিত্র ঈদ-উল আযহা বন্ধ ২ জুনের আগে বিগত দুই দিন ৩০ ও ১ তারিখ বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটির দিন।

এ নিয়ে রায়হান নামে এক শিক্ষার্থী বলেন, ২৯ তারিখ ক্লাস করে সেইদিনই বাড়ি যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পরবে। পরদিন বাড়ি যাওয়ার বাস সন্ধ্যায় কিন্তু হল ছাড়ার নির্দেশ দিয়েছে সকাল ১০ টায়। এতে ব্যাগ সহ জিনিসপত্র নিয়ে বাড়ি যাওয়াতে অনেক দুর্ভোগ পোহাতে হবে বলে মনে হচ্ছে।

পত্রিকাএকাত্তর /সামী আল সাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news