রাসুল (সা.) কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়

১০ জুন, ২০২২, ১ year আগে

রাসুল (সা.) কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি

ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক রাসুল (সা.)কে কটূক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে এ দাবি জানান তাঁরা।কেন্দ্রীয় মসজিদ থেকে একটি র‍্যালি বের হয়ে তা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মসজিদের পদদেশে এসে শেষ হয়।

আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেসার উদ্দিন এবং ফলিত রসায়ন বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের আহমেদ উল্লাহ সিদ্দিকী।

এসময় বক্তারা বলেন, মহানবীকে নিয়ে ওই দুই বিজেপি নেতা বিতর্কিত মন্তব্য করে সারা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মানবের চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। যদি রাসূল (সা.) নিয়ে কোনো কটূক্তি করা হয় তাহলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না। কটূক্তিকারী দুই নেতাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

পত্রিকা একাত্তর /সামী আল সাদ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news