জবির সায়েন্স ফিকশন ও গ্ৰীন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচী ও র‍্যালী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৫ জুন, ২০২২, ১ year আগে

জবির সায়েন্স ফিকশন ও গ্ৰীন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচী ও র‍্যালী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্ৰীন ভয়েস ও বাংলাদেশ সাইন্স ফিকশন সোসাইটি শাখার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী ও র‍্যালীর আয়োজন করা হয়।

রবিবার (৫জুন) সকাল ১১ টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচী ও একই সাথে র‍্যালী অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস ২০২২ এর প্রতিপাদ্য "একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন" স্লোগানকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধিতে পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের বিজ্ঞান বিভাগ চত্বরে রাধাচূড়া, মাধবিলতা, জবা, নিমগাছ সহ অন্যান্য বৃক্ষ রোপন করা হয়েছে।

এ বিষয়ে আয়োজকরা জানান, সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষের সাথে বৃক্ষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মানুষের দ্বারা করা পরিবেশ দূষণ প্রতিকারেও বৃক্ষ সর্বাধিক ভূমিকা পালন করছে। তাই আমাদের সকলের বৃক্ষ রোপন এবং পরিচর্যা করা উচিত। অপ্রয়োজনীয় ভাবে মাত্রাতিরিক্ত গাছ কেটে ফেলা থেকে বিরত থাকতে হবে, তেমনই বৃক্ষরোপন ও অরন্য সংরক্ষণে আমাদের সকলকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম‍্যান ড. মোহাম্মদ আব্দুল কাদের, অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, অধ‍্যাপক ড. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল মালেক, সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি জবি শাখার সম্মানিত মডারেটর অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, উপদেষ্টা অধ্যাপক ড. কুতুব উদ্দিন, উপদেষ্টা ড. মোস্তাক আহমেদ, উপদেষ্টা কিশোর রায়, বিএসএফএস সেন্ট্রাল শাখার পক্ষ থেকে আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আজহারুল হক ফরাজী ও গ্ৰীন ভয়েসের সভাপতি আতকিয়া ফারজানা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক মীর হোসেন প্রধান ও অন্যান্য সদস্যবৃন্দ ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news