ইবিতে চলছে নববর্ষের শেষ সময়ের প্রস্তুতি

ইসলামী বিশ্ববিদ্যালয়

১৩ এপ্রিল, ২০২২, ২ years আগে

ইবিতে চলছে নববর্ষের শেষ সময়ের প্রস্তুতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ ১৪২৯ সালকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে রঙ তুলির আঁচড়ে ব্যাস্ত সময় পার করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ এপ্রিল) সরজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের দ্বিতীয় তলায় কাঠ, বাঁশ, বেত, কাগজ, রং নিয়ে ব্যস্ত চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। সরাই, কাগজ, চাটাই, কাপড়সহ নানা উপকরণে নকশার কাজ চলছে পুরোদমে।

বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ রাসেল বলেন, কুষ্টিয়া যেহেতু বাউল সম্রাট লালনকে ধারণ করে তাই আমরা মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্যে লালন শাহ কে প্রাধান্য দিয়েছি। আমাদের শোভাযাত্রার শিল্পকর্মতেও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যে মানুষ এই বিষয়টিকে প্রধান্য দেওয়া হয়েছে। দীর্ঘসময় আমরা মহামারীতে অতিক্রম করেছি। এবছর সকল খারাপ সময়কে বিদায় জানিয়ে আমরা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে চারিদিকে শান্তির বার্তা পৌঁছে দিতে চায়।

চারুকলা বিভাগের শিক্ষার্থী কংকা সাহা তিতলি জানান, গত দুই বছর করোনার কারণে এ উৎসব উদযাপন সম্ভব হয়নি। প্রায় দুবছর পর বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হবে এ নিয়ে সকল শিক্ষার্থীদের মাঝেই এক উচ্ছ্বাস কাজ করছে। আমরা এই উৎসবের অংশ হতে পেরে খুবই আনন্দিত।

চারুকলা বিভাগের আরেক শিক্ষার্থী সুদ্বিপ রায় জানান, কুষ্টিয়ায় লালনকে নিয়ে অনেক ঐতিহ্য আছে। এর প্রেক্ষিতে নববর্ষে আমরা লালন এবং একতারাকে প্রতিপাদ্য রেখে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের আয়োজনে প্রথম বাংলা নববর্ষ। এই অনুষ্ঠানে কাজ করতে পেরে আমরা খুব খুশি।

পত্রিকা একাত্তর/ সামি

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news