গুচ্ছ পদ্ধতির ভর্তি সংক্রান্ত কাজে অংশ নিবেন না ইবি শিক্ষকরা

ইসলামী বিশ্ববিদ্যালয়

৩ এপ্রিল, ২০২২, ২ years আগে

গুচ্ছ পদ্ধতির ভর্তি সংক্রান্ত কাজে অংশ নিবেন না ইবি শিক্ষকরা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ভর্তি সংক্রান্ত কোন কাজে অংশ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবিবার (৩ এপ্রিল) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ এপ্রিল গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির একটি সাধারণ সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে গেলে শিক্ষকগণ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোন কাজে অংশ গ্রহণ করবেন না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সমূহ সাত থেকে আট বার ভর্তির মেধাক্রম প্রকাশ করেও ভর্তি কার্যক্রম শেষ করতে পারে নি। শিক্ষার্থীদের আর্থিক, শারীরিক ও মানসিক দূর্ভোগ লাঘবের জন্য গুচ্ছ পদ্ধতি প্রবর্তন করা হলেও পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ব্যাপক বিড়ম্বনা ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষকদের দাবিগুলোর একটা চিঠি হাতে পেয়েছি। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত মিটিং আছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরবো। মূলত শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এটাই আমার প্রধান লক্ষ্য।

পত্রিকা একাত্তর/সামী আল সাদ আওন

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news